ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির পুশব্যাক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪২ পিএম  (ভিজিট : ৫৯৪)
ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত চলমান রয়েছে। প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির মাঝের পাড়া সীমান্ত দিয়ে ২ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা আটক করে তাদেরকে পুশব্যাক দেয়। অনুপ্রবেশকারী দু'জনই পুরুষই বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং বিওপির কমান্ডার আবু।

মিয়ানমারের সংঘাতের এমন পরিস্থিতিতে রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও বিজিবি সতর্ক অবস্থানে থাকায় সম্ভব হচ্ছে না। অনেক রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করলেও বিজিবি তাদের আটক করে পুশব্যাক করছে।

স্থানীয়রা জানায়, অনেক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে কঠোরভাবে তাদের দমন করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা   বিজিবির পুশব্যাক   টেকনাফ সীমান্ত  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close