ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হঠাৎ মৃদু শৈত্য প্রবাহ কুড়িগ্রামে, তাপমাত্রা ৮.৭
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০০ পিএম  (ভিজিট : ৪৬৪)
কুড়িগ্রামের উপর দিয়ে আবারও বইছে মৃদ্যু শৈত্য প্রবাহ। হঠাৎ তাপমাত্রা কমে নিম্নগামী হওয়ার চরম কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষজন। তবে সকাল সাড়ে ১০ টার পর সূর্যের দেখা মিললেও কমেনি শৈত্য প্রবাহের দাপট।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

এখন বোরো ধান রোপণের ভরা মৌসুম চলছে এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজে বের হচ্ছে শ্রমজীবি মানুষজন। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ধরলা, তিস্তা, ব্রম্মপুত্র সহ সবক'টি নদ-নদীর তীরবর্তী চরাঞ্চলের  হতদরিদ্র খেটে খাওয়া মানুষজন।

 কুড়িগ্রাম  পৌরসভার ভেলাকোপা এলাকার ভ্যানচালক  জাহাঙ্গীর আলম বলেন, কয়েক দিন থাকি ঠান্ডা কমে গেলেও আজ হঠাৎ করি খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডায় গাড়ী চালা কষ্ট হচ্ছে। রাস্তায় লোকজনও কম।

জেলা সদরের বেলগাছা ইউনিয়নের খলিলের মোড় এলাকার কৃষক আব্দুল কাদের বলেন, বোরোধান রোপণের মৌসুম চলছে।ধান রোপণ করছি। কিছু দিন থেকে ঠান্ডা নাই বললে চলে। আজকে আবার কনকনে ঠান্ডা চেপে ধরছে।এমন ঠান্ডায় কাজ কাম করা খুব কঠিন হয়ে পড়েছে।


কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। তবে এমন তাপমাত্রা থাকার সম্ভাবনা নেই। বৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close