ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৭ পিএম  (ভিজিট : ২৮২)
লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের হয়রানির দায়ে দালাল চক্রের ৯ জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা সদর হাসপাতালের প্রাঙ্গণ থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটক দালালদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে ৫ জন দোষী সাবস্ত্য হওয়ায় তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওমর ফারুক, আমিনুল, রহমান আল আজাদ সুজন ও আকরাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা জানান, দালাল চক্রের ৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জনকে দোষী সাবস্ত্য করা হয়। তারা নিজেরাও নিজেদের দোষ স্বীকার করেছেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রান্তিক জনগণ সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে দালালদের হাতে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এসব দালালরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে রোগীদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেন। যা আইনত অপরাধ।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close