ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

৫০টি সংরক্ষিত নারী আসনে ১৪ মার্চ ভোট
উপজেলা নির্বাচন হবে চার ধাপে, প্রথম ধাপের ভোট ৪ মে
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪০ পিএম  (ভিজিট : ৪৯৪)
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় ১৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি, আপিল নিস্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দ ও ১৪ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

এর আগে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় সংরক্ষি নারী আসনে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। পরে ইসি সচিব মো. জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। ইসি সচিব বলেন, জোট অনুযায়ী মহাজোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে দুটি আসন। এছাড়া চার ধাপে নেয়া হবে উপজেলা পরিষদের ভোট গ্রহন। প্রথম ধাপের ভোট গ্রহণ ৪ মে অনুষ্ঠিত হবে। তফসিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটগুলোর পাওয়া আসনের বিপরীতে সংখ্যানুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবার আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৩টি আসনে। স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন ৬২টি আসনে। তাঁরা সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের দুটি শরিক দল দুটি আসন পেয়েছে। তারাও আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে। ফলে আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি আসন। অন্যদিকে জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তারা দুটি সংরক্ষিত নারী আসন পাবে।

উপজেলা নির্বাচন চার ধাপে

এবার উপজেলা পরিষদের নির্বাচন মোট চারটি ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপের নির্বাচন ২৫ মে অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন উপজেলার নির্বাচন হবে, তা আগামী সপ্তাহে জানানো হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। ইসি সূত্র জানায়, এবার চার ধাপে ৪৮৩টি উপজেলায় ভোট হবে। বাকিগুলোয় ভোট হবে পরে। আগামী মার্চ মাসের শেষের দিকে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close