ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম মেডিকেলে ভর্তি বিজিপির ৪ সদস্য
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৮ পিএম  (ভিজিট : ৪৭৪)
বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে আসা মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির আহত চার সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং পুলিশ পাহারাই ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের আনার তথ্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আহত চারজনেরই অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাদের হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে বিজিবি সদস্যদের প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা হলেন- লা নি মং (বাম পায়ে গুলিবিদ্ধ, বয়স ৩০), কেউ থিন সিং (ডান পা ও হাতে গুলিবিদ্ধ, বয়স ২৯), কিন মং ঝুঁ (ডান পা ও হাতে গুলিবিদ্ধ, বয়স ৩৮) ও উও পাউ (ডান পা ও হাতে গুলিবিদ্ধ, বয়স ৪৮)।

বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালকের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, মিয়ানমারের বর্তমান সীমান্তবর্তী পরিস্থিতির কারণে বেশ কিছু বিজিপি কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী   বিজিপির সদস্য   চট্টগ্রাম মেডিকেলে ভর্তি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close