ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার বিজিপির ২৬৫ সদস্য
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫০ পিএম আপডেট: ০৬.০২.২০২৪ ৩:০৮ পিএম  (ভিজিট : ৯৯৩)
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৬৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজিপির ২৬৫ জন সদস্য।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উখিয়ার, থাইংখালি, পালনখালী আনজুমা পাড়া ৩৫ জন ও টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের নিরাপদে আশ্রয় দেয়। 

বিষয়টি নিশ্চিত করছেন উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, সীমান্তে প্রচুর গোলাগুলি চলছে। এ ঘটনায় থাইংখালী সীমান্ত দিয়ে মিয়ানরের ১১৪ জন বিজিপির সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদেরকে বিজিবির হেফাজতে নেওয়া হয়। অপরদিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে আরও ২ জন। সব মিলিয়ে ১৫০ জন বিজিবির হেফাজতে আছে।

৫ ফেব্রুয়ারিতে বান্দরবান তুমব্রতে প্রবেশ করে ১১৫ জন, যা নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মোট ২৬৫ জন্য। বর্তমানে মিয়নমারের পরিস্থিতি খুব খারাপ। এপারে মানুষের মাঝেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

অপরদিকে সকাল ৯টার দিকে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল আঘাত হেনেছে ঘুমধুম বেতবুনিয়া বাজার সংলগ্ন ছৈয়দ নুর শিকদারের বসতঘরে! ভেঙে গেছে জানালার কাচের আয়না, ফাটল ধরেছে বাড়ির দেওয়ালে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close