ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

তিনবিঘা করিডোর সীমান্তে রোহিঙ্গা নারী আটক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৪ পিএম  (ভিজিট : ৪২২)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর সীমান্তবর্তী এলাকা থেকে সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে এক রোহিঙ্গা নারীকে সংশ্লিষ্ট  ক্যাম্পের বিজিবি আটক করেছে। পরে সেদিনই দুপুরে রোহিঙ্গা নারীকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করন।

আটককৃত নারী হলেন- রহমতুল্লাহ মারি, রোহিঙ্গা ক্যাম্প বালু খালি, উখিয়ার ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-এর- মৃত: সৈয়দ কবিরের মেয়ে মোছাঃ রমিদা (২৩)।

পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ করিডোর সীমান্ত পিলার নং- ৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে সংশ্লিষ্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা।

পরে থানা হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে নারী এএসআই দীপিকা দাস এর সহায়তায় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দীর্ঘসময় ধরে সে গন্তব্যহীন ঘোরাফেরা করে আসছিলেন এবং টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছে। এমতাবস্তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close