ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মিয়ানমারে ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৪৬ পিএম আপডেট: ০৫.০২.২০২৪ ৫:৫৯ পিএম  (ভিজিট : ৫৭২)
মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকা ঘুমধুম জলপাইতলিতে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এঘটনায় আরেকজন আহত হয়েছেন। এঘটনায় পর এলাকায় আরো উত্তেজনা বৃদ্ধি পায়। আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়া শুরু করেছেন গ্রামবাসী।

নিহতদেড় মধ্যে একজন হলেন, জলপাইলীর বাদশা মিয়ার স্ত্রী আসমা খাতুন (৫৫) ও আরেকজন রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুইজনের মৃতদেহ বাড়িতেই রয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে মিয়ানমারের তমব্রু ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টার টহল দেয়। ওই সময় সেখান থেকে ছোড়া মর্টার শেল এসে পড়ে জলপাইগুড়ি বাসায়। মর্টার শেলের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হন আরো একজন।

জানা গেছে, নিহত রোহিঙ্গা পালংখালী ক্যাম্প থেকে বাদশা মিয়ার বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি ওই বাসায় যান। দুপুরে মর্টার শেল এসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এরআগে সোমবার দুপুর ১২টা থেকে মিয়ানমারের অভ্যন্তরে তমব্রুতে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ক্যাম্পটির আশপাশে হেলিকপ্টার টহল দেয়। তারপরও গোলাগুলি শব্দ পাওয়া যায়।

রোববার রাত পৌনে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তের ওপারে রাইফেল, শর্টগান ও মর্টার শেল বিস্ফোরণের মুহুর্মুহু শব্দ শোনা যায়। অবিরাম গোলাগুলি চলে রাত ২টা পর্যন্ত। ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠছে। এর আগে শনিবার রাত সাড়ে ১২টায় মিয়ানমার অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রুতে গোলাগুলি শুরু হয়। অবিরাম গোলাগুলি চলে রোববার বেলা আড়াইটা পর্যন্ত। এসময় আকাশ পথে হেলিকপ্টার হামলা চালায় মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

অপরদিকে হেলিকপ্টার লক্ষ করে গুলি চালার মিয়ানমারের বিজিপি। গোলাগুলির একপর্যায়ে বিজিপির ৯৫ জন সদস্য বাংলাদেশ সীমান্তবর্তী ঘুমধুম তুমব্রুতে অবস্থিত বিজিবির কাছে আশ্রয় নেন।

বিজিবি সূত্র জানায়, আহত ১৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। এছাড়াও বাংলাদেশ সীমান্তে গুলির আঘাতে কয়েকজন আহত হয়েছেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close