ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

প্রকাশ্যে গাঁজা সেবন, জরিমানা ১০০ টাকা
প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৯ পিএম  (ভিজিট : ৭৩২)
নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়োজিদ বিন আখন্দ এ আদেশ দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য করিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. রোমান বাদশা (৩৫) ও ৬ নম্বর ওয়ার্ডের আয়ুবপুর গ্রামের মধু মিয়ার ছেলে মো. হোরন ওরফে হেঞ্জু (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভার মধ্য করিমপুর ও আয়ুবপুর গ্রামের নিজ বাড়িতে প্রকাশ্যে গাঁজা সেবন করার সময় দুই মাদকসেবীকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করে। পরে তাদের দুজনকেই ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের একজনকে ১০ দিন, আরেক জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। একই সাথে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  প্রকাশ্যে গাঁজা সেবন   কারাদণ্ড   জরিমানা   নোয়াখালী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close