ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে পর্যটকসহ আহত ২৫
প্রকাশ: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৪ পিএম  (ভিজিট : ১২১৬)
চট্টগ্রামের আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকসহ আনুমানিক ২৫ এর অধিক মানুষ আহত হয়েছে। 

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বারশত ইউনিয়নের পারকি ও রাঙ্গাদিয়া এলাকায় এই কুকুরের কামড়ের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে মো. মিজান (২৮) নামের একজন স্থানীয়। 

জানা যায়, গতকাল (শনিবার) বিকালের দিকে পারকি বিচ এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ ঘুরতে আসা পর্যটক ও স্থানীয়দের উপর আক্রমণ করে। এতে প্রায় ২৫ এর অধিক মানুষ আহত হয়। আহতরা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন। সর্বশেষ রাত ৯ টার দারুল সুন্নাহ মাদ্রাসা এলাকায় স্থানীয়রা কুকুরটিকে আটক করে মেরে ফেলে। 

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন জানান, পারকি দক্ষিণ ও উত্তর এলাকায় একটি পাগলা কুকুরের আক্রমণে নারীসহ ২৫ এর অধিক মানুষ আহত হয়েছে। আমার ভাতিজাকেও কামড় দেয়। পরে স্থানীয়রা কুকুরটিকে ঘেরাও করে আটক করে।

ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সোহরাওয়ার্দী বলেন, গতকাল একটি কুকুর হঠাৎ পারকি সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের উপর আক্রমণ করে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই কুকুরটিকে তাড়া করে। আমাকে আক্রমণ করতে তেড়ে আসে কুকুরটি ভাগ্যক্রমে বেঁচে যাই। খবর নিয়ে জেনেছি অনুমানিক ২৫ এর অধিক মানুষকে কামড় দিয়েছে।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  পাগলা কুকুরের কামড়   পর্যটকসহ আহত   আনোয়ারা   চট্টগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close