ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

তাপমাত্রার ছন্দপতনে বিপাকে দিনাজপুরের মানুষ
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪২ পিএম  (ভিজিট : ৭৭৪)
আজ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শুক্রবার) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। 

দিনাজপুরে বেশ কয়েকদিন থেকেই ধরণ পাল্টেছে জেঁকে বসা শীতের। ভোর থেকে ঘন কুয়াশা ও  হিমেল হাওয়ার দাপটে কনকনে ঠাণ্ডা হলেও দুপুরে চিত্রটা পুরোপুরি ভিন্ন। সূর্যের দেখা মেলায় অনেকটা স্বাভাবিক তাপমাত্রায় ফিরতে শুরু করে। তবে সন্ধ্যা না হতেই আবার ঐ আগের রূপে শীত। সন্ধ্যা থেকে নামতে শুরু করে তাপমাত্রার পারদ। তাপমাত্রার এ ছন্দপতনে বিপাকে সাধারণ মানুষ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান সময়ের আলোকে এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ (শনিবার) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা রেকর্ড হয়েছে ৭০ শতাংশ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সর্বনিম্ন তাপমাত্রা   শেত্য প্রবাহ   তাপমাত্রার ছন্দপতন   দিনাজপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close