ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে আগুন, বড় ক্ষতি থেকে রক্ষা
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৭ পিএম  (ভিজিট : ৪৬৮)
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে বেশকিছু মালামাল পুড়ে গেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মার্কেটের পার্কিং এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে মার্কেটের শত কোটি টাকার মালামাল।

ব্যবসায়ীদের দাবি আগুনে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদল্লাহ বলেন, মার্কেটের পার্কিং এলাকার হাজী নূর ছোবহান ক্লথ স্টোর নামে একটি কাপড়ের গোডাউনে আগুনের সূত্রপাত। সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কাছে মার্কেটে আগুন লাগার খবর আসে।

এরপর দ্রুত নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিটের গাড়ি পৌঁছে ঘটনাস্থলে। অন্তত ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে।

তবে আগুনে কোটি টাকার বেশি ক্ষতি হওয়ার দাবি করেছেন ব্যবসায়ীরা। হাজী নূর ছোবহান ক্লথ স্টোরের মালিক মো. ওসমান সাংবাদিকদের বলেন, তার দোকানে থ্রি পিস, থান কাপড়, কম্বল, পর্দার কাপড় সহ নানা ধরনের কাপড় ছিল। আগুনে এক কোটি টাকার বেশি পণ্য পুড়ে গেছে।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close