ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৫ পিএম  (ভিজিট : ৫০৬)
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় হাসান নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোল রুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান মোটরসাইকেল যোগে ইজতেমা ময়দানে দায়িত্ব পালনের জন্য রওনা হয়। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমির হামজা ও এএসআই হাসান গুরুতর আহত হন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আহত আমির হামজার চিকিৎসা চলছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জেডআই


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   গাজীপুর   সড়ক দুর্ঘটনা   পুলিশ কর্মকর্তা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close