ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে ফায়েক-সাদ্দাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৫৩ পিএম  (ভিজিট : ৫০২)
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে  নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য পরিষদ থেকে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র  প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থী পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান (পবিত্র) পেয়েছেন ৮৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে ১০৫ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন। তার একমাত্র  প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্যের প্রার্থী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা পেয়েছেন ৯৭ ভোট।

বুধবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. গোলাম ফেরদৌস ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. শরাফত আলী (বিজিই বিভাগ), সহ-সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবু আলী (ইংরেজি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব (অর্থনীতি বিভাগ), সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব (ইইই বিভাগ), প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন শিহাব (বিজিই) ও দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল-জোবায়ের (বিজিই)।

এছাড়াও ৮টি সদস্য পদে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহেনা পারভীন (মালা), ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুল ইসলাম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল-আসাদ, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, মার্কেটিং বিভাগের প্রভাষক মো. আসিফ খালেদ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ১৫টি পদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে মোট ১৫ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫টি পদের মধ্যে সভাপতি সহ ৬টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ঐক্য। অপরদিকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক সহ মোট ৮টি পদে জয়লাভ করেছেন। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে উভয় প্রার্থী সমান ভোট পাওয়ায় উভয়কেই যৌথভাবে নির্বাচিত করা হয়।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন-২০২৪  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close