ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

শারীরিক প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে গাঁজা পাচার, গ্রেফতার ৮
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৫:৫০ পিএম  (ভিজিট : ৪১০)
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ মাদক অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও শারীরিক প্রতিবন্ধী মনিরুল ইসলামসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী মনিরুল নিজে চলাফেরা করতে না পারলেও; অন্যের সহযোগিতা এবং শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে গাঁজা নিয়ে আসতো। পরে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মাঝে তা সরবরাহ করতো।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
 
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করে পুলিশ। আজ (বুধবার) ভোর সাড়ে ৫টার দিকে, সদর উপজেলার নয়াগোলা মোড়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে গাঁজা বণ্টনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তারা সবাই মাদক ব্যবসায়ী। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় এসব তথ্য।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

গ্রেফতার গাঁজা ব্যবসায়ী মনিরুল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। অন্যরা হলো- একই এলাকার শামসুল আলমের ছেলে হিমেল আলী, রুকুলের ছেলে জুবায়ের হোসেন, তহুরুল ইসলামের ছেলে আহাদ আলী, আব্দুল মালেকের ছেলে আলামিন ইসলাম, নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর মহল্লার মৃত আব্দুল গাফফারের ছেলে আলিউল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম ও নাচোলে উপজেলার পাহাড়পুর মমিন পাড়া এলাকার লদু আলীর ছেলে আলম।  

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গাঁজা পাচার   গ্রেফতার   চাঁপাইনবাবগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close