ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

পাবনায় ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ২:৫৫ এএম  (ভিজিট : ৫১৪)
পাবনার সাঁথিয়া উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় মো. জামাল শেখ (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিনাখড়া মাঝগ্রাম বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত জামাল শেখ সাঁথিয়ার গৌড়িগ্রাম উত্তর চকপাড়া  গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকটি জামাল শেখকে চাপা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পরে পৃষ্ট হয়ে বৃদ্ধ মারাত্মক আহত হয়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close