ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হাসপাতালে তিন ফিলিস্তিনি যুবককে হত্যা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৩:১০ পিএম  (ভিজিট : ৭১৪)
ফিলিস্তিনির পশ্চিম তীরের একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী ৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভোরে পশ্চিম তীরের একটি হাসপাতালে তল্লাশি অভিযান চালায়। তারা বলেছে, এ তিনজন হামাসের ‘সন্ত্রাসী সেলের’ সদস্য ছিল। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘আজ সকালে দখলদার ইসরায়েলি বাহিনীর বুলেটের আঘাতে তিন ফিলিস্তিনি যুবক শহীদ হন। তারা জেনিনের ইবনে সিনা হাসপাতালে তল্লাশি চালিয়ে তাদেরকে গুলি করে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হাসপাতালে লুকিয়ে থাকা হামাসের তিন সদস্যকে সৈন্যরা ‘হত্যা’ করেছে।

ইসরায়েল ক্রমবর্ধমানভাবে গাজায় 'জীবন রক্ষাকারী সহায়তা' বাধাগ্রস্ত করছে  বলে জানিয়াছেন জাতিসংঘ। জাতিসংঘের মতে, আরও বেশি করে ইসরাইল গাজায় মানবিক সহায়তার প্রবাহকে অস্বীকার বা সীমাবদ্ধ করছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বলেছেন, জানুয়ারির দ্বিতীয়ার্ধে "মানবতাবাদী অংশীদাররা গাজার উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে অস্বীকৃত এবং সীমাবদ্ধ প্রবেশের ক্রমবর্ধমান প্রবণতা পর্যবেক্ষণ করে চলেছে।" 

হামাসের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা হাসপাতালে এ হত্যার জবাব দেবে। শহরের ইবনে সিনা হাসপাতালে তিন যুবক ফিলিস্তিনিকে হত্যার পর হামাস বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর "অপরাধের উত্তর দেওয়া হবে না।"

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close