ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

২৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৫:১৪ পিএম  (ভিজিট : ৪১২)
বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে র‍্যাব। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৪২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জের লস্করপুর এলাকার মহাসড়কে চেকপোস্ট থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ফেনসিডিল ব্যবসায়ীরা হলো- লালমনিরহাট পাটগ্রামের জামগ্রাম এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু শহিদ (৪৫) এবং পাটগ্রামের নবীনগর এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২)।

র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি টিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে। এসময় একটি ট্রাকে তল্লাশি কালে ২৪২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। মাদকসহ হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করাসহ আটককৃতদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  র‌্যাবের অভিযান   ফেনসিডিল জব্দ   মাদক কারবারি গ্রেফতার   বগুড়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close