ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

খেজুরের রস খেয়ে নড়াইলে ৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ১০:১৫ পিএম  (ভিজিট : ৭১৬)
নড়াইল সদরের শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুলে আসার পরে ৯টার দিকে ১০/১২ জন শিক্ষার্থী মিলে পাশের একটি জমির কয়েকটি খেজুরের গাছে উঠে রস পেড়ে আনে। এরপর সবাই সেটি খায়। এরমধ্যে কমবেশি সকলে অসুস্থ হলেও ৬ জন গুরুত্বর অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, কেউ কেউ বমি করতে থাকে। এ অবস্থায় অসুস্থদের স্বজন ও  অন্য শিক্ষার্থীদের সহায়তায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খেজুরের রসের মধ্যে অন্য কিছু ছিলো কিনা তা শিক্ষার্থীরা জানে না, তবে রস খাওয়া কয়েকজন সুস্থ আছে। আহতরা সবাই শাহাবাদ দলজিতপুরের বাসিন্দা। এরা সকলে শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেশমী খাতুন জানান, শিক্ষার্থীরা বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। মাত্রা বেশি না হওয়ায় ওয়াশ করার প্রয়োজন পড়েনি। একজন বমি করেছে। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  খেজুরের রস খেয়ে শিক্ষার্থী অসুস্থ   হাসপাতালে ভর্তি   নড়াইল   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close