ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

১৪১০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৯:৩৯ পিএম  (ভিজিট : ৬৯২)
রাজশাহীর দুর্গাপুরে র‌্যাবের অভিযানে এক হাজার ৪১০ লিটার চোলাই মদসহ সঞ্জিত রায় (৪০) ও সুজন রায় (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। রোববার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নারিকেল বাড়িয়া সাঁওতালপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা উপজেলার নারিকেল বাড়িয়া সাঁওতাল পাড়ার তিনকুড়ি রায়ের ছেলে সঞ্জিত রায় ও মৃত. কালিপদ রায়ের ছেলে সুজন রায়। 
 
র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের নারিকেল বাড়িয়া সাওতালপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী তপু রায় এর বাড়িতে চোলাই মদ বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তপু রায় (২৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল থেকে দুই  জনকে র‌্যাবের টিম হাতেনাতে আটক করে এবং অপর এক জন দৌড়ে রাতের আধারে পালিয়ে যায়।

র‌্যাব আরো জানায়, জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে অবৈধভাবে গোপনে চোলাই মদ প্রস্তুত করত ও রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় বিক্রয়ের বিষয়টি স্বীকার করে। 

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  চোলাই মদ জব্দ   মাদক ব্যবসায়ী আটক   রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close