ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

খসড়া ভোটার তালিকায় আপত্তির শেষ সময় ৫ ফেব্রুয়ারি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৮:২৯ পিএম  (ভিজিট : ৩২৬)
হালনাগাদের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে বলেছে নির্বাচন কমিশন(ইসি)। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মাহবুব আলম শাহ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। এতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।

২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং হিজড়া ভোটার ৯২৪ জন। এদের মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।

এ তালিকার বিপরীতে ওপর দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ। 

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close