ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঘন কুয়াশায় ৫ ফ্লাইট নামতে পারেনি শাহজালালে
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৪:২৬ পিএম  (ভিজিট : ৪০৪)
ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করতে না পারার সংখ্যা বাড়ছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকে পাঁচটি যাত্রীবাহী উড়োজাহাজ নামতে পারে নি। এগুলো পরে চট্টগ্রাম ও কলকাতায় চলে যায়। বেলা বেড়ে যাওয়ার পর থেকে অবশ্য শাহজালালে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আজ ভোর থেকে ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে আজ রাত সাড়ে তিনটা থেকে সকাল ৯টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীবাহী বিমান গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম ও কলকাতায় চলে যায়। এর মধ্যে চারটি যাত্রীবাহী বিমান যায় চট্টগ্রামও আর একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ৯টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়ে যায়। এরপর সেগুলো আবার শাহজালালে ফিরে আছে।

উল্লেখ্য, ঘনকুয়াশায় ফ্লাইট অবতরণ করার জন্য শাহজালাল বিমান বন্দরে উন্নত প্রযুক্ত না থাকায় কয়েক বছর ধরে শিতে ফ্লাইট অবতরণে সমস্যা হচ্ছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close