ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মধ্য শীতে কুয়াশার দেখা পেয়েছে রাজধানী
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৯:৩৮ এএম আপডেট: ২৪.০১.২০২৪ ৫:৪০ পিএম  (ভিজিট : ৪৯৩)
গ্রামাঞ্চলে কুয়াশা দেখা গেলেও মধ্য শীতে রাজধানীবাসীও কুয়াশার দেখা পেয়েছেন। ভোর থেকে কুয়াশা দেখা গেছে ঢাকার রাস্তাঘাটে। যা সকাল সাড়ে ৮টায় কাটেনি। তাই যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানী ঘুরে এমন দৃশ্যের দেখা গেছে। এ পরিস্থিতিতে রাজধানীতে অফিসগামী ও প্রয়োজন ছাড়া তেমন কোনো মানুষ বাহিরে বের হননি।

তবে কুয়াশা থাকলেও ঢাকায় আজ শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমে ঢাকার সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার ঢাকায় তীব্র শীত থাকলেও কুয়াশার দাপট কম ছিল। ঐদিন সকাল থেকেই ঢাকার আকাশে রোদের দেখা পাওয়া যায়। তবে রাতে থেকে বদলে যায় চিত্র, শুরু হয় কুয়াশার আনোগোনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে কুয়াশা। বুধবার ভোর থেকেই তা তীব্র হতে থাকে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close