ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

করোনার নতুন ধরন নিয়ে করছে কাজ শাবিপ্রবির ল্যাব
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৭:৩৬ এএম  (ভিজিট : ৪৬৬)
পাশের দেশ ভারতে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। পাঁচজনের নমুনা পরীক্ষায় নতুন ধরনটি পাওয়া গেছে; যা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরে এসেছে। করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ নিয়ে নজরদারি করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) করোনা শনাক্তকরণ ল্যাব। 

শাবিপ্রবিতে স্থাপিত ল্যাবের কোভিড টিম লিডার বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, আগের তুলনায় অনেকাংশে কম নমুনা ল্যাবটিতে আসছে। যেহেতু সিলেট বিভাগের সঙ্গে ভারতের সীমান্ত এবং ভারতের সঙ্গে এ অঞ্চলের মানুষের একটি সহজ যোগাযোগ লক্ষণীয়। সে ক্ষেত্রে এ অঞ্চলের প্রাপ্ত নমুনায় করোনাভাইরাসের নতুন ধরন জেএন-১ নিয়ে নজরদারি আছে ল্যাব সংশ্লিষ্টদের। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতাও করতে পারবে ল্যাবটি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রমণশীল। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে মাস্ক পরা, কাশি বা হাঁচির সময় নাক ও মুখ ঢেকে রাখা এবং লক্ষণ দেখা দিলে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।  কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, নতুন উপধরনের রোগ ছড়ানোর ক্ষমতা আছে। তবে এর কারণে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর ভয় তেমন নেই।

মাস্ক পরা ও ভ্যাকসিন নেওয়ার পরামর্শ

এদিকে করোনা সংক্রমণ বাড়ায় মাস্ক পরার পাশাপাশি টিকার পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর। সম্প্রতি অধিফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশে^র বেশ কিছু দেশে কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হলো। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল কোভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে কেভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেয় অধিদফতর।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close