ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নিখোঁজের ৩ দিন পর চাচার রুম থেকে শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১১:১১ পিএম  (ভিজিট : ৫৫৮)
বগুড়ার শিবগঞ্জের নিখোঁজের ৩ দিন পর শিশু কন্যা হালিমা খাতুনের (৭) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়ার নিজ চাচার বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ হালিমা খাতুন উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর মধ্য পাড়া গ্রামের হাবলু মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কেজি স্কুলে প্লে শ্রেণির শিক্ষার্থী ছিলো।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা আনিসার রহমান (৩৫), চাচাতো ভাই আতিকুল ইসলাম (১৩) ও তার চাচিকে আটক করেছে পুলিশ।

নিখোঁজ হালিমার বাবা হাবলু মিয়া জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) জুম্মার নামাজের পর হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় হালিমা। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। বিষয়টি পুলিশকে জানালে রোববার (২১ জানুয়ারি) পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গ্রামের তিনটি পুকুরে খোঁজা খুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ (সোমবার) আমার বড় ভাই আনিছার রহমানের (৩৫) শয়নকক্ষ থেকে হালিমার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে।

স্থানীয়রা জানান, শিশুটির চাচা আনিছারের সঙ্গে বাবা হাবলু মিয়ার কোন দ্বন্দ্ব ছিলোনা। এমনকি গতকাল ভাতিজি হালিমাকে খোঁজার জন্য ডুবুরিদের সাথে পুকুরে নেমে ছিলো আনিছার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আমরা গতকাল ঐ এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। আজ (সোমবার) বিকেলে শিশুটির চাচার বাড়ির শয়নকক্ষে তল্লাশির সময় বস্তাবন্দী লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  শিশু নিখোঁজ   বস্তাবন্দী মরদেহ উদ্ধার   চাচা-চাচি আটক   বগুড়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close