ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

তীব্র শীত: হাকিমপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৭:৪১ পিএম  (ভিজিট : ৬৪৪)
তীব্র শীত ও চলমান শৈত্য প্রবাহের কারণে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিন পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠি প্রাপ্তির পরে বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় আগামী দুই দিন (২৩-২৪) জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা অফিসার। সেহেতু আমাদের উপজেলার সকল স্কুল কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দুই দিন (২৩-২৪) জানুয়ারি পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

আজ (সোমবার) দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে আজ জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
 
সময়ের আলো/আরআই





আরও সংবাদ   বিষয়:  তীব্র শীত   শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ   দিনাজপুর   হাকিমপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close