ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঘন কুয়াশা ঢাকার ফ্লাইট গেল ভুটানে
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৫:২৯ পিএম  (ভিজিট : ৩৪০)
ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ফ্লাইট বিপর‌্যয়ের ঘটনা ঘটছে। দেশের বিমান বন্দরে অবতরণ করতে না পেরে বাধ্য হয়ে পাশের দেশের বিমান বন্দরে অবতরণ করতে হচ্ছে। 

সোমবার (২২ জানুয়ারি) সকালে থাইলন্ডের ব্যাংকক থেকে ছেড়ে আশা একটি ফ্লাইট ঘন কুয়াশার জন্য অবরতণ করতে না পেরে ঢাকার আকাশ ঘুরে ভুটানে গিয়ে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ব্যাংকক থেকে ছেড়ে আসা ড্রুক এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেটি ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কিন্তু ঘন কুয়াশায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে ভুটানে অবতরণ করে।

এদিকে ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইন্সের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close