ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভোলার মেঘনায় ট্রলার ডুবিতে বাবা ও ছেলে নিখোজ
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১০:২৮ এএম  (ভিজিট : ৩৫৪)
ভোলার ইলিশা সংলগ্ন মেঘনায় ভাঙ্গারী মালামাল বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় বাবা ও ছেলে নিখোজ রয়েছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ট্রলারে থাকা অপর ৫জনকে।

রোববার (২১ জানুয়ারি) ভোলা সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীর মাঝখানে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

এ সময় ভাঙ্গারী মালামাল বোঝাই করে জেলার মনপুরা থেকে রাজ্জাক সর্দার (৬২) ও তার ছেলে পারভেজ (৩০) সহ ৭জন ট্রলার নিয়ে বরিশালের উলানীয়া যাচ্ছিলো। ট্রলারটি জোরখাল নামক স্থানে আসলে ট্রলারটি বিকল হয়ে যায়। পরে নদীর ঢেউয়ের চাপে ডুবে যায় রাত আনুমানিক ১টায়। পরে ট্রলারের উপরে থাকা ৫জন তীরে উঠতে পারলেও বাবা রাজ্জাক সর্দার ও তার ছেলে পারভেজ ইঞ্জিনরুমে থাকায় বের হতে পারেনি বলে নৌ পুলিশ নিশ্চিত করেছে।

ইলিশা নৌ-থানার ওসি বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে একটি ট্রলার ভাঙ্গারি মাল নিয়ে মেহেন্দীগঞ্জ এর উলানীয়া যাওয়ার পথে মালবাহী ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হয়। বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাঁরা দু'জন- বাবা-ছেলে। তাদের নাম রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সকল ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়েছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১১টায় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করবেন বলেও তিনি জানিয়েছেন।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close