ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পলাশে চুরিকৃত স্মার্ট মোবাইল ফোনসহ ৩ যুবক গ্রেফতার
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৪:৫০ পিএম  (ভিজিট : ৫৯৮)
নরসিংদীর পলাশে চুরিকৃত বিপুল সংখ্যক স্মার্ট মোবাইল ফোন সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৯), মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া (৩৭) ও  দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন (৩২)।

 শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ। এসময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর ভোরে উপজেলার ওয়াপদা নতুন বাজার এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬টি মোবাইল ফোন চুরি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পলাশ থানায় একটি মামলা দিলে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশে দীর্ঘদিন ধরে পুলিশের একদল চৌকস টিম চোরদের শনাক্তে অভিযানে নামে। পরে তথ্যপ্রযোক্তির সহযোগীতায় শুক্রবার রাতে পলাশ থানার পরিদর্শক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলতাবসহ পুলিশের ওই চৌকস টিমটি কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। 

পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে ও তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া ১৩৬টি স্মার্ট মোবাইল ফোনের মধ্যে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও কয়েক জনের নাম-পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। তাদের গ্রেফতার করাসহ চুরিকৃত বাকি মোবাইল ফোন গুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

এছাড়া গ্রেফতারকৃদের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close