প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৩:২৫ এএম (ভিজিট : ৫৯৮)
টাঙ্গাইলের ঘাটাইলে লরি- মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পোড়াবাড়ি এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পোড়াবাড়িতে একটি মাহিন্দ্রার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। আর লড়িটি উল্টে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত হয় ৫ জন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ সদস্যরা। তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান স্থানীয়রা।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।