ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ ডিগ্রী রেকর্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ১১:২৪ এএম আপডেট: ১৮.০১.২০২৪ ১১:৫৩ এএম  (ভিজিট : ৫৮৩)
দিনাজপুরে এবার তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে ও চলতি মৌসুমে দিনাজপুরের সর্বনিম্ন রেকর্ড। হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ।

এদিকে চলমান শৈতপ্রবাহে টানা কয়েকদিন ধরেই দেখা মিলছে না সূর্যের। গভীর রাত থেকে অর্ধ বেলা পর্যন্ত বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা।এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষেরা।

সাধারন মানুষের শীত নিবারনের সব চেষ্ঠাই যেন বৃথা হয়ে পড়ছে। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান সময়ের আলোকে জানিয়েছেন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে।

সারাদেশের মধ্যে আজ সর্বনিম্ন ও চলতি মৌসুমে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা। এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণেই তাপমাত্রা নেমে আসার পাশাপাশি তীব্র শীত অনুভূত হচ্ছে। সামনে তাপমাত্রা আরো কমে আসার সম্ভবনার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close