ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে বৃদ্ধ নিহত
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৪:৩৩ পিএম  (ভিজিট : ৪১৪)
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্ধ মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঘাটাইল-সাঘরদিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (১৪ জানুয়ারি) সকালে ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র যাত্রী আব্দুল বাছেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মারা যান তিনি।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষ   বৃদ্ধ নিহত   ঘাটাইল   টাঙ্গাইল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close