ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

মতিঝিলে হোটেল কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১০:৪৮ পিএম  (ভিজিট : ৪৭০)
রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে নাজমুল হক (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নাজমুল হকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কুতুবপুর গ্রামে। পুলিশের ধারণা, অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে।

মতিঝিল থানার এসআই মো. সোহাগ চৌধুরি জানান, নাজমুল শুক্রবার ফকিরাপুলে তাজমহল আবাসিক হোটেলের ২য় তলার একটি রুমে ভাড়া উঠেন। শনিবার সকাল থেকে হোটেলের কর্মচারীরা তার কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। দুপুর পর্যন্ত রুম না খোলায় হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিলো। দরজা ভেঙে তাকে খাটের উপর শুয়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

সময়ের আলো/এম




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close