ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ছন্দপতন ছাড়াই ২০ বছরে ইউনিয়ন পরিষদ থেকে সংসদে শহিদুল
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৯:০২ পিএম  (ভিজিট : ৬৩০)
কোনপ্রকার ছন্দপতন ছাড়াই একের পর এক বিজয় ছিনিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে জাতীয় সংসদে পৌঁছেছেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তৃণমূল মানুষের প্রাণের মানুষ এডিএম শহিদুল ইসলাম। ২০০৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর যাবত দল কিংবা দলের বাইরে সব অবস্থাতেই তার পথচলা ছিল অবিচল-অবিরাম।

শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শীবরদী উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান গণ মানুষের এ নেতা। ২০০৩ সালে সর্বপ্রথম ইউপি নির্বাচনে অংশ নিয়ে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১১ সালে পুনরায় ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন শহিদুল ইসলাম। 

এরপর ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন তিনি। এসময় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বাজিমাত করেন এডিএম শহিদুল ইসলাম। টানা দুই দফায় খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলের কেন্দ্রীয় কমান্ডের সাধারণ ক্ষমার আওতায় পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন শহিদুল ইসলাম। 

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন শহিদুল ইসলাম। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন চেয়ে চমক দেখান তিনি। ১৩ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে নতুন-পুরনোদের ভিড়ে নৌকা প্রতীক ছিনিয়ে এনে নির্বাচনে অংশ নিয়ে এখানেও করেন বাজিমাত। বিপুল ভোটের ব্যবধানে ৬জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এডিএম শহিদুল ইসলাম। 

২০০৩ সালে ইউনিয়ন পরিষদ থেকে জনপ্রতিনিধির যাত্রা শুরু করে বিরতিহীনভাবে ২০২৪ সালে পৌঁছে যান জাতীয় সংসদে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন   সংসদ সদস্য   শহিদুল ইসলাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close