প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৫:৪০ পিএম (ভিজিট : ৬৬২)
গত তিনদিন ধরে দিনাজপুরের ঘোড়াঘাটে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের। তবে এখন শৈত্যপ্রবাহ না থাকলেও ঠাণ্ডা বাতাসে কনকনে শীতে জেঁকে বসেছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ।
অপরদিকে শীত জনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এ সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কে বাস, ট্রাক, পিক আপ ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে।
দিনাজপুরে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছ, শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর পর্যন্ত ঘোড়াঘাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার বেগ উপ ১০ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এছাড়াও রাত থেকে সারা দিন বাতাসের সাথে বৃষ্টির ফোঁটার মত পড়ছে কুয়াশা।
জানতে চাইলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল হতে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার শীতার্তদের মাঝে এ পর্যন্ত ২ হাজার ৬ শত কম্বল বিতরণ করা হয়েছে। ক’দিন ধরে শীত বেশি হওয়ায় আরও কম্বল বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।