ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

কোটালীপাড়ায় বিজয় মিছিল ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৩:২২ পিএম  (ভিজিট : ৮৮৮)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জানুয়ারি)  সকালে দলীয় কার্যালয় এর সামনে থেকে বিজয় র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে সকাল ১১ টায় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, কিবরিয়া দাড়িয়া, বিমলেন্দু সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ বাড়ৈ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সহ-সভাপতি নজরুল ইসলাম হাজরা মন্নু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা হায়দার আলী হাজরা, এ্যড.তাইজুল ইসলাম, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামাল গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়া, পৌর ছাত্রলীগের সভাপতি সেলিম আহমেদ ছোটন, সাধারণ সম্পাদক আলী উজ্জামান জামিরসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close