ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হলেন যারা
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৭:১৮ পিএম  (ভিজিট : ৫৩২)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয় গণনা। ইতিমধ্যে ফল ঘোষণা হয়েছে।

এক নজরে দেখে নিন কোন আসনে কোন দলের কোন প্রার্থী জয় পেয়েছেন:-  

রংপুর বিভাগ
পঞ্চগড়-১ মো. নাঈমুজ্জামান ভুঁইয়াপঞ্চগড়-মো. নূরুল ইসলাম সুজনঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেনঠাকুরগাঁও-২ মো. মাজহারুল ইসলামঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহম্মেদদিনাজপুর-১ মো. জাকারিয়াদিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরীদিনাজপুর-৩ ইকবালুর রহিমদিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলীদিনাজপুর-৬ মো. শিবলী সাদিকনীলফামারী-১ মো. আফতাব উদ্দিন সরকারনীলফামারী-২ আসাদুজ্জামান নূরনীলফামারী-৩ মো. সাদ্দাম হোসেন (পাভেল)নীলফামারী-৪ মো. সিদ্দিকুল আলমলালমনিরহাট-১ মো. মোতাহার হোসেনলালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদলালমনিরহাট-৩ মো. মতিয়ার রহমানরংপুর-১ মো. আসাদুজ্জামানরংপুর-২ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীরংপুর-৩ গোলাম মোহাম্মদ কাদেররংপুর-৪ টিপু মুনশিরংপুর-৫ মো. জাকির হোসেন সরকাররংপুর-৬ শিরীন শারমিন চৌধুরীকুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমানকুড়িগ্রাম-২ মো. হামিদুল হক খন্দকারকুড়িগ্রাম-৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডেকুড়িগ্রাম-৪ মো. বিপ্লব হাসানগাইবান্ধা-১ আবদুল্লাহ নাহিদ নিগারগাইবান্ধা-২ শাহ সারোয়ার কবীরগাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতিগাইবান্ধা-৪ মো. আবুল কালাম আজাদগাইবান্ধা-৫ মাহমুদ হাসান

রাজশাহী বিভাগ
জয়পুরহাট-১ সামছুল আলম দুদুজয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপনবগুড়া-১ সাহাদারা মান্নানবগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহবগুড়া-৩ খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদীবগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেনবগুড়া-৫ মো. মজিবর রহমান (মজনু)বগুড়া-৬ রাগেবুল আহসান রিপুবগুড়া-৭ মো. মোস্তফা আলমচাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলচাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমানচাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আবদুল ওদুদনওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদারনওগাঁ-৩ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীনওগাঁ-৪ এসএম ব্রহানী সুলতান মামুদনওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন)নওগাঁ-৬ মো. ওমর ফারুক সুমনরাজশাহী-১ ওমর ফারুক চৌধুরীরাজশাহী-২ মো. শফিকুর রহমান বাদশারাজশাহী-৩ মোহা. আসাদুজ্জামান আসাদরাজশাহী-৪ মো. আবুল কালাম আজাদরাজশাহী-৫ মো. আবদুল ওয়াদুদরাজশাহী-৬ মো. শাহরিয়ার আলমনাটোর-১ মো. আবুল কালামনাটোর-২ শফিকুল ইসলাম শিমুলনাটোর-৩ জুনাইদ আহমেদ পলকনাটোর-৪ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২মোছা. জান্নাত আরা হেনরীসিরাজগঞ্জ-৩ মো. আবদুল আজিজসিরাজগঞ্জ-৪ মো. শফিকুল ইসলামসিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডলসিরাজগঞ্জ-৬ চয়ন ইসলামপাবনা-১ মো. শামসুল হক টুকুপাবনা-২ আহমেদ ফিরোজ কবিরপাবনা-৩ মো. মকবুল হোসেনপাবনা-৪ গালিবুর রহমান শরীফপাবনা-৫ গোলাম ফারুক খন্দ. প্রিন্স

খুলনা বিভাগ
মেহেরপুর-১ ফরহাদ হোসেনমেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হককুষ্টিয়া-১ মো. রেজাউল হক চোধুরীকুষ্টিয়া-২ মো. কামারুল আরেফিনকুষ্টিয়া-৩ মো. মাহবুব-উল আলম হানিফকুষ্টিয়া-৪ আবদুর রউফচুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)চুয়াডাঙ্গা-২ মো. আলী আজগারঝিনাইদহ-১ মো. আব্দুল হাইঝিনাইদহ-২ মো. নাসের শাহরিয়ার জাহেদীঝিনাইদহ-৩ মো. সালাহ উদ্দিন মিয়াজীঝিনাইদহ-৪ মো. আনোয়ারুল আজীম (আনার)যশোর-১ শেখ আফিল উদ্দিনযশোর-২ মো. তৌহিদুজ্জামানযশোর-৩ কাজী নাবিল আহমেদযশোর-৪ এনামুল হক বাবুলযশোর-মো. ইয়াকুব আলীযশোর-৬ মো. আজিজুল ইসলামমাগুরা-১ সাকিব আল হাসানমাগুরা-২ ড. শ্রী বীরেন শিকদারনড়াইল-২ মাশরাফি বিন মোর্ত্তজাবাগেরহাট-২ শেখ তন্ময়বাগেরহাট-৩ হাবিবুন নাহারখুলনা-১ ননী গোপাল মন্ডলখুলনা-২ সেখ সালাহউদ্দিনখুলনা-৩ এস এম কামাল হোসেনখুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দখুলনা-৬ মো. রশীদুজ্জামানসাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপনসাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামানসাতক্ষীরা-৩ আ ফ ম রুহুল হকসাতক্ষীরা-৪ আতাউল হক

বরিশাল বিভাগ
বরগুনা-১ গোলাম সরোয়ার টুকুবরগুনা-২ সুলতানা নাদিরাপটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদারপটুয়াখালী-২ আ স ম ফিরোজপটুয়াখালী-৩ এস এম শাহজাদাপটুয়াখালী-৪ মো. মহিববুর রহমানভোলা-১ তোফায়েল আহমেদভোলা-২ আলী আজমভোলা-৩ নুরুন্নবী চৌধুরীবরিশাল-১ আবুল হাসানাত আবদুল্লাহবরিশাল-২ রাশেদ খান মেনন (ওয়ার্কার্স পার্টি)বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপুবরিশাল-৪ পংকজ নাথবরিশাল-৫ জাহিদ ফারুক শামীমবরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিকঝালকাঠি-১ মুহাম্মদ শাহজাহান ওমরঝালকাঠি-২ আমির হোসেন আমুপিরোজপুর-১ শ ম রেজাউল করিমপিরোজপুর-২ মো. মহিউদ্দীন মহারাজপিরোজপুর-৩ মো. শামীম শাহনেওয়াজ

ময়মনসিংহ বিভাগ
জামালপুর-১ নূর মোহাম্মদজামালপুর-২ ফরিদুল হক খানজামালপুর-৩ মির্জা আজমজামালপুর-৪ আবদুর রশীদজামালপুর-৫ আবুল কালাম আজাদশেরপুর-১ মো. ছানুয়ার হোসেন ছানুশেরপুর-২ মতিয়া চৌধুরীশেরপুর-৩ এ ডি এম শহিদুল ইসলামময়মনসিংহ-১ মাহমুদুল হক সায়েমময়মনসিংহ-২ শরীফ আহমেদময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমানময়মনসিংহ-৫ মো. নজরুল ইসলামময়মনসিংহ-৬ মো. আবদুল মালেক সরকারময়মনসিংহ-৭ এ বি এম আনিছুজ্জামানময়মনসিংহ-৮ মাহমুদ হাসান সুমনময়মনসিংহ-৯ আবদুস সালামময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেলময়মনসিংহ-১১ মোহাম্মদ আবদুল ওয়াহেদনেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহীনেত্রকোনা-২ মো. আশরাফ আলী খান খসরুনেত্রকোনা-৩ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুনেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসাননেত্রকোনা-৫ আহমদ হোসেন

ঢাকা বিভাগ
টাঙ্গাইল-১ আবদুর রাজ্জাকটাঙ্গাইল-২ তানভীর হাসান (ছোট মনির)টাঙ্গাইল-৩ আমানুর রহমান খান রানাটাঙ্গাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকীটাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেনটাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম (টিটু)টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভটাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূরকিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিনকিশোরগঞ্জ-৩ মুজিবুল হককিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিককিশোরগঞ্জ-৫ আফজাল হোসেনকিশোরগঞ্জ-৬ নাজমুল হাসানমানিকগঞ্জ-১ সালাউদ্দিন মাহমুদমানিকগঞ্জ-২ দেওয়ান জাহিদ আহমেদমানিকগঞ্জ-৩ জাহিদ মালেকমুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদমুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিনমুন্সীগঞ্জ-৩ মোহাম্মদ ফয়সালঢাকা-১ সালমান ফজলুর রহমানঢাকা-২ মো. কামরুল ইসলামঢাকা-৩ নসরুল হামিদঢাকা-৪ মো. আওলাদ হোসেনঢাকা-৫ সজল মোল্লাঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকনঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিমঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিনঢাকা-৯ সাবের হোসেন চৌধুরীঢাকা-১০ ফেরদৌস আহমেদঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিনঢাকা-১২ আসাদুজ্জামান খানঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানকঢাকা-১৪ মো. মাইনুল হোসেন খানঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদারঢাকা-১৬ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাতঢাকা-১৮ মো. খসরু চৌধুরীঢাকা-২০ বেনজীর আহমদগাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হকগাজীপুর-২ জাহিদ আহসান রাসেলগাজীপুর-৩ রুমানা আলীগাজীপুর-৪ সিমিন হোসেন রিমিগাজীপুর-৫ আখতারউজ্জামাননরসিংদী-১ নজরুল ইসলামনরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান নরসিংদী-৩ সিরাজুল ইসলাম মোল্লানরসিংদী-৪ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুননরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদনারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজীনারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবুনারায়ণগঞ্জ-৩ আবদুল্লাহ-আল-কায়সারনারায়ণগঞ্জ-৪ শামীম ওসমাননারায়ণগঞ্জ-৫ এ কে এম সেলিম ওসমানরাজবাড়ী-১ কাজী কেরামত আলীরাজবাড়ী-২ জিল্লুল হাকিমফরিদপুর-১ আবদুর রহমানফরিদপুর-২ শাহদাব আকবরফরিদপুর-৩ আব্দুল কাদের আজাদফরিদপুর-৪ মজিবুর রহমান চৌধুরী নিক্সনগোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খানগোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিমগোপালগঞ্জ-৩ শেখ হাসিনামাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরীমাদারীপুর-২ শাজাহান খানমাদারীপুর-৩ মোসা. তাহমিনা বেগমশরীয়তপুর-১ মো. ইকবাল হোসেনশরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীমশরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক

সিলেট বিভাগ
সিলেট-১ এ কে আবদুল মোমেনসিলেট-২ শফিকুর রহমান চৌধুরীসিলেট-৪ ইমরান আহমদসিলেট-৩ হাবিবুর রহমানসিলেট-৫ মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীসিলেট-৬ নুরুল ইসলাম নাহিদমৌলভীবাজার-১ শাহাব উদ্দিনমৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরীমৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমানমৌলভীবাজার-৪ আব্দুস শহীদহবিগঞ্জ-১ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীহবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরীফহবিগঞ্জ-৩ মো. আবু জাহিরহবিগঞ্জ-৪ সৈয়দ সায়েদুল হক

চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া-১ এস এ কে একরামুজ্জামানব্রাহ্মণবাড়িয়া-২ মো. মঈন উদ্দিনব্রাহ্মণবাড়িয়া-৩ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হকব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমানব্রাহ্মণবাড়িয়া-৬ ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামকুমিল্লা-১ মো. আবদুস সবুরকুমিল্লা-২ মো. আবদুল মজিদকুমিল্লা-৩ জাহাঙ্গীর আলমকুমিল্লা-৪ মো. আবুল কালাম আজাদকুমিল্লা-৫ এম এ জাহেরকুমিল্লা-৬ আ. ক. ম. বাহাউদ্দীনকুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্তকুমিল্লা-৮ আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনকুমিল্লা-৯ মো. তাজুল ইসলামকুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামালকুমিল্লা-১১ মো. মুজিবুল হকচাঁদপুর-১ সেলিম মাহমুদচাঁদপুর-২ মোফাজ্জল হোসাইন চৌধুরীচাঁদপুর-৩ ডা. দীপু মনিচাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমানচাঁদপুর-৫ রফিকুল ইসলামফেনী-১ আলাউদ্দিন আহম্মদ চৌধুরীফেনী-২ নিজাম উদ্দিন হাজারীফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরীনোয়াখালী-১ এইচ এম ইব্রাহিমনোয়াখালী-২ মোরশেদ আলমনোয়াখালী-৩ মো. মামুনুর রশীদ কিরননোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীনোয়াখালী-৫ ওবায়দুল কাদেরনোয়াখালী-৬ মোহাম্মদ আলীলক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খানলক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়নলক্ষ্মীপুর-৩ মোহাম্মদ গোলাম ফারুকলক্ষ্মীপুর-৪ মো. আবদুল্লাহচট্টগ্রাম-১ মাহবুব উর রহমানচট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ারচট্টগ্রাম-৩ মাহফুজুর রহমানচট্টগ্রাম-৪ এস এম আল মামুনচট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদচট্টগ্রাম-৬ এ বি এম ফজলে করিম চৌধুরীচট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদচট্টগ্রাম-৮ আবদুচ ছালামচট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরীচট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চুচট্টগ্রাম-১১ এম আবদুল লতিফচট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরীচট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরীচট্টগ্রাম-১৪ মো. নজরুল ইসলাম চৌধুরীচট্টগ্রাম-১৫ আব্দুল মোতালেবচট্টগ্রাম-১৬ মুজিবুর রহমানকক্সবাজার-১ সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকক্সবাজার-২ আশেক উল্লাহ রফিককক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমলকক্সবাজার-৪ শাহীন আক্তারপার্বত্য খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্য রাঙামাটি দীপংকর তালুকদারপার্বত্য বান্দরবান বীর বাহাদুর উ শৈ সিং।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close