ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বগুড়া-৩ আসন
ট্রাকের ভারে জামানত হারালেন দুই বারের এমপি
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৭:১১ পিএম  (ভিজিট : ৭৫৮)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) দুই বারের এমপি অ্যাড. নুরুল ইসলাম তালুকদার। গতকাল (রোববার) রাত ৯টায় রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর তথ্যটি পাওয়া যায়।

বেসরকারি ফলাফল অনুসারে দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনে জাপার প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাড. নুরুল ইসলাম তালুকদার পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। এখানে ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী।

আসনটির মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ১৬৭ জন। যারমধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৯। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৭৩। বাতিল কৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৯৬৬।

নির্বাচন নীতিমালা অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ পেতে হবে। এক্ষেত্রে ১ লাখ ২১ হাজার ৩৯ ভোটের মধ্যে ১০ হাজার ৫২৩ ভোট পেয়েছেন লাঙ্গল প্রতীক। যা ৮ ভাগের এক ভাগ হিসাবে ১৫ হাজার ১২৯ ভোট না পাওয়ায় জামানত রক্ষা করতে পারলেন না দুই বারের এমপি অ্যাড. নুরুল ইসলাম তালুকদার।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   জামানত বাজেয়াপ্ত   বগুড়া-৩ আসন  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close