ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম-১ আসন
৩৬ হাজারের বেশি ভোটে মিরসরাইয়ে নৌকার রুহেলের জয়
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ২:৪২ এএম  (ভিজিট : ১৫৩০)
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারি ভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট। নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল ৩৬ হাজার ৬৯ ভোট বেশি পেয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯ টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন উপজেলা সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৯.০৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকাল ৪ টায়।
মিরসরাই আসনে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৬২৫ জন। আসনটির ১০৬ কেন্দ্রের ৭১৭ ভোট কক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ১৪৩১১৭, বাতিল কৃত ভোটের সংখ্যা ১৯৪৫ ভোট।

এ আসনে নৌকার প্রতীকের প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জাতীয় পার্টি মনোনীত মো. এমদাদ হোসেন চৌধুরী লাঙ্গল প্রতীকে ৪০৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আব্দুল মান্নান চেয়ার প্রতীকে ২০৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এর মো. ইউসুপ টেলিভিশন ২০০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. নুরুল করিম আফছার একতারা প্রতীকে ১৯৯ ভোট ও বাংলাদেশ মুসলিম লীগ এর শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত পাঞ্জা ৪৫ ভোট।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   নির্বাচনের ফলাফল   চট্টগ্রাম-১ আসন   মাহবুব উর রহমান রুহেল   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close