প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ১১:২১ পিএম আপডেট: ০৭.০১.২০২৪ ১১:২৪ পিএম (ভিজিট : ৪৭৩)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রত্যাশার চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, আমি এতটা ভাল আশা করিনি। নির্বাচন মোটামুটি সু-নিয়ন্ত্রিত ছিল। আর নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি না, সেটা কমিশন নয়, জনগণ বলবে।
রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহ ও বুথ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, আমরা সেটিসফাইড কী সেটিসফাইড না সেটা বলছি না। শুধু বলছি কোনো সহিংসতা হয়নি এ জন্য আমরা সেটিসফাইড। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা হয়নি। দ্যাট ইজ অ্যা গুড নিউজ।
তিনি বলেন, নির্বাচনে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এদিক থেকে নির্বাচনটা মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।
সময়ের আলো/আরআই