ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

লালমনিরহাটে তিনটি আসনে নৌকার জয়জয়কার
প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ৯:০৯ পিএম আপডেট: ০৮.০১.২০২৪ ৪:৩১ পিএম  (ভিজিট : ৭৫৩)
লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। লালমনিরহাট-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোতাহার হোসেন, লালমনিরহাট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান আহমেদ ও লালমনিরহাট-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান।

রোববার (৭ জানুয়ারি) জেলার ৫টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট-১ আসনে ১৩২টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৯০৩ ভোট। নিকটতম ঈগল প্রতীক পেয়েছে ৭৪০৩২ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন ১৫ হাজার ৮৭১ ভোটে বেসরকারিভাবে বিজয়ী।

লালমনিরহাট-২ আসনে ১৪৪টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক পেয়েছে ৯৭ হাজার ২৪০ ভোট। নিকটতম ঈগল প্রতীক পেয়েছে ৫০ হাজার ৫০০ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান আহমেদ ৪৬ হাজার ৭৪০ ভোটে বেসরকারিভাবে বিজয়ী।

লালমনিরহাট-৩ আসনে ৮৯টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক পেয়েছে ৭৬ হাজার ৪০১ ভোট। নিকটতম ঈগল প্রতীক পেয়েছে ১২ হাজার ৮০ ভোট ও লাঙ্গল প্রতীক পেয়েছে ১০ হাজার ৩৪৫ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমান ৬৪ হাজার ৩২১ ভোটে বেসরকারিভাবে বিজয়ী।

লালমনিরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট উৎসবে পরিণত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ফলাফল ঘোষণার পর থেকে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   নির্বাচনের ফলাফল   লালমনিরহাট   নৌকার জয়জয়াকর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close