ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঢাকা-১: শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে চলছে গণনা
প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ৫:০৩ পিএম  (ভিজিট : ৪৯৮)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। তবে ভোটার উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে কম। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এদিকে নির্বিঘ্নে ভোট দিতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল কড়া নজরদারীতে। শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নবাবগঞ্জের ১০৬ ও দোহারের ৭৮টি মোট ১৮৪টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এ দুই উপজেলায় মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৬০৫। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন।

ঢাকা-১ আসন ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সালমান এফ রহমান (নৌকা), জাতীয় পার্টির সালমা ইসলাম (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. করম আলী (হাতুড়ি), তৃণমূল বিএনপির মুফিদ খান (সোনালী আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাকিম (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির সামছুজ্জামান চৌধুরী (একতারা), গণফ্রন্ট’র শেখ মো. আলী (মাছ) প্রতীকে নির্বাচন করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বীতার আভাস নৌকা-লাঙলে।

নবাবগঞ্জ উপজেলায় নির্বাচনী মাঠের দায়িত্বে ছিলেন- পুলিশের ১২টি মোবাইল টিম, ২টি স্ট্রাইকিং ফোর্স, ১০টি রিজার্ভ ফোর্স, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ। র‌্যাব-১০ এর যৌথ টিম সেনাবাহিনী, এক প্লাটুন বিজিবি, এক প্লাটুন ব্যাটালিয়ান, দুই প্লাটুন আনসার। ১১৬৬ জন আনসারসহ প্রতি কেন্দ্রে ১১ জন সদস্য নিরাপত্তার দায়িত্বপালন করছেন।

দোহার উপজেলার নির্বাচনী মাঠের দায়িত্বে ছিলেন- পুলিশের ৮টি মোবাইল টিম, ২ টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ ফোর্স, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ। র‌্যাব-১০ এর যৌথ টিম, সেনাবাহিনী, এক প্লাটুন বিজিবি, এক প্লাটুন ব্যাটালিয়ান, এক প্লাটুন আনসার। ৮৫৮ জন আনসারসহ প্রতি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১১ জন সদস্য।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   ভোট গ্রহণ শেষ   গণনা চলছে   ঢাকা-১ আসন  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close