প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ৩:৩৬ পিএম আপডেট: ০৭.০১.২০২৪ ৩:৪৭ পিএম (ভিজিট : ৮৬০)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব জানান, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে গড়ে ২৭ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে ঢাকায় ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ। এছাড়াও ময়মনসিংহে ২৯ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ, বরিশাল ৩১ শতাংশ এবং সিলেটে ২২ শতাংশ ভোট পড়েছে।
তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে পুরো কমিশন ব্রিফ করবে এ নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে।
এ পর্যন্ত মোট সবশেষ ৭টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। ১৫ জন জালভোটের কারণে শাস্তি পেয়েছেন, তার মধ্যে প্রিজাইডিং অফিসারও আছেন বলেও জানান তিনি।
এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে যা গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি বলেও জানান তিনি।
এর আগে তিনি জানান, সারা দেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে।
প্রসঙ্গত, সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজকের নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
সময়ের আলো/আরআই