প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪, ৩:০০ পিএম (ভিজিট : ৬১০)
সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে ২৯৯টি আসনে, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। অন্য সবার মতো কেন্দ্রে এসে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার প্রতিবন্ধী অটোচালক কাওছার মোল্লা। ভোট দিতে পেরে তিনি খুব উচ্ছ্বসিত।
রোববার নারায়ণগঞ্জ-৪ আসনের শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেন তিনি।
কাওছার মোল্লা বলেন, আমি এর আগেও ভোট দিয়েছি নৌকায় এবারও নৌকায় ভোট দিলাম। ভোটকেন্দ্রে এসে খুবই ভালো লাগছে। কোনরকম ঝামেলা নেই শান্তিপূর্ণ ভাবে আমি আমার পছন্দের প্রার্থী একেএম শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিতে পেরে আনন্দিত।
সময়ের আলো/জেডআই