রাত পোহালেই শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। এ উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) দুপুরের পর থেকে দিনাজপুর-৬ এর সংসদীয় এলাকা ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম।
ঘোড়াঘাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ২৯৬ ও নারী ভোটার ৫৩ হাজার ২২০ জন। এছাড়াও ৩৬টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ২৪১টি। ইতিমধ্যে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ-রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ঘোড়াঘাট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নিরাপত্তার নিশ্চিতের জন্য ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ প্লাটুন সেনাবাহিনী, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের একাধিক টহল টিম, পুলিশ ও আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্সসহ অন্যান্য সদস্যরা মাঠে রয়েছেন।
উল্লেখ্য, দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে মোট ৫ লাখ ২৫ হাজার ৬৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।