ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সরিষাবাড়ীতে ৮৯ ভোট কেন্দ্রের বেশির ভাগই ‘ঝুঁকিপূর্ণ’
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৮:৩৬ পিএম আপডেট: ০৫.০১.২০২৪ ৮:৩৮ পিএম  (ভিজিট : ১২৪১)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হয়েছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন দলের ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে প্রচার-প্রচারণার মাঠে সরগরম ছিলেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, স্বতন্ত্র  প্রার্থী ট্রাক প্রতীকের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ। এ আসন ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮৯টি কেন্দ্রের মোট ২ লক্ষ ৮৯ হাজার ২৬৫ জন ভোটার। ভোটার গণ ৮৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর দায়িত্বে ৮৯ জন প্রিজাইডিং অফিসার, ৬১৪ টি কক্ষের জন্য ৬১৪ জন সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার ১২২৮ জন দায়িত্ব পালন করবেন।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্য ১ হাজার ৬৮ জনসহ প্রতি কেন্দ্রে পুলিশ, স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করেছেন প্রশাসন। এছাড়াও প্রতিটি ইউনিয়ন, পৌর সভাসহ মোট  ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। সংসদীয় এ আসনের সুষ্ঠু ও শান্তি পূর্ণ অনুষ্ঠানের জন্য ৯ জন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তি দায়িত্ব পালন করবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার  ৮৯টি কেন্দ্রের মধ্যে বেশির ভাগ কেন্দ্র রয়েছে ঝুঁকিতে। এতে ২১টা ঝুঁকিপূর্ণ , ৩২টি অধিক ঝুঁকিপূর্ণ ও ৩৬টি সাধারণ ভোট কেন্দ্র হিসেবে তালিকা প্রকাশ করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। ওই সব কেন্দ্রের মধ্যে পৌরসভার ১৫টির মধ্যে ৯টি, সাতপোয়া ইউনিয়নের সবগুলো (৮টি), পোগলদিঘা ইউনিয়নের ১৪টির মধ্যে ৭টি, ডোয়াইল ইউনিয়নের ১২টির মধ্যে ৪টি, আওনা ইউনিয়নের ৮টির মধ্যে ৫টি, পিংনা ইউনিয়নের ৮টির মধ্যে ৫টি, ভাটারা ইউনিয়নের ১০টির মধ্যে ৭টি, কামরাবাদ (সবগুলো) ৪টি, মহাদান ইউনিয়নের ১০টির মধ্যে ৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র   সরিষাবাড়ী   জামালপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close