ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রেজারি শাখা থেকে উপজেলায় ব্যালট পেপার বিতরণ
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৫:২৯ পিএম  (ভিজিট : ৫৪৬)
চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলাতে ব্যালট পেপার পাঠানো হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা ট্রেজারি শাখা থেকে ব্যালট পেপারগুলো বিতরণ করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সূত্রে জানা গেছে, এ জেলার ৫১২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টি ঝুঁকিপূর্ণ। আর ১৩ লাখ ৪৫ হাজার ৩৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সূত্রটি আরও জানিয়েছেন, জেলার ৩টি আসনে ৫১২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিই ঝুকিপূর্ণ। এছাড়া নিবার্চনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১২ প্লাটুন সেনাবাহিনী, ১৫ প্লাটুন বিজিবি, ১০৭০ জন পুলিশের পাশাপাশি র‍্যাব, আনসার, ভ্রাম্যমান আদালত, নিবার্হী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিবার্চন অনুসন্ধান কমিটি মাঠে কাজ করবেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, আজ সকাল ১০টায় জেলা হেড কোয়ার্টার থেকে উপজেলা হেড কোয়ার্টারে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে। আগামীকাল সদর উপজেলার ১১টা কেন্দ্র ও শিবগঞ্জ উপজেলার ৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন সকালে সাধারণ  কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। ইতিমধ্যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশাকরি ভোটাররা তাদের ভোট প্রয়োগ করতে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে যাবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৭ জন (নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম), চাঁপাইনবাবগঞ্জ-২ আসেন ৫ জন (নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.গোলাম মোস্তফা বিশ্বাস), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসেন ৪ জন( নৌকার প্রার্থী মো. আব্দুল ওদুদ এর সাথে বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন ) মিলিয়ে সর্বমোট ১৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দীতা করছেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close