ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৪:০৫ পিএম  (ভিজিট : ১০৮০)
গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে ৪র্থ দিনের মত আদালত বর্জন, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পথ সভা করে আইনজীবীরা। 

এ সময় অ্যাডভোকেট সোলাইমান বিশুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইনজীবী ঐক্য পরিষদের জেলা সম্পাদক রবিউল হক দোলন, সহ-সভাপতি নুরুল ইসলাম সেন্টু ও আব্দুস সালাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না করে বর্তমান আওয়ামী লীগ সরকার একদলীয় নির্বাচন করার সকল প্রস্তুতি শেষ করেছে। যা বাংলার গণতন্ত্র মনা মানুষ তা মেনে নিবে না। তাই সামনে ৭ জানুয়ারি একদলীয় ডামী নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপিসহ সমমনা দলগুলো। আর একদলীয় নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার আহবান জানান বক্তারা। 

উল্লেখ্য, ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে বিএনপি গত ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি-জামায়াত   ডামী নির্বাচন   অসহযোগ আন্দোলন   আদালত বর্জন   চাঁপাইনবাবগঞ্জ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close