প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ২:০১ পিএম (ভিজিট : ৬২২)
রাস্তা বন্ধ করে নির্বাচনী জনসমাবেশ করায় হবিগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলীকে নির্বাচন অনুসন্ধান কমিটি স্ব-উদ্যোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল এ নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটি নিয়মিত কাজের অংশ হিসেবে হবিগঞ্জ ৪ নির্বাচনী এলাকা পরিদর্শনকালে দেখতে পান, মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ মাহবুব আলী চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে রাস্তার উপর এক নির্বাচনী জনসমাবেশ করেন।
উক্ত জনসমাবেশ করার সময় বাজারের পূবালী ব্যাংকের শাখার সামনের মোড় হতে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে রাস্তা দখল করে অনুষ্ঠিত জনসমাবেশ দ্বারা সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে চুনারুঘাট হতে আসামপাড়া হয়ে বাল্লা স্থলবন্দরগামী এবং চুনারুঘাট হতে জগদীশপুরগামী যানবাহন ও চলাচল জনসমাবেশ চলাকালীন পুরো সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
সময়ের আলো/এএ/