ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নির্বাচন উপলক্ষে হাতিয়ায় নৌবাহিনীর জাহাজ
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:০১ পিএম  (ভিজিট : ৯২২)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালী-৬ হাতিয়ায় পৌঁছেছে নৌবাহিনীর বিএনএস টুনা নামে একটি জাহাজ।  

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার এম জাররার হোসেন খান এর নেতৃত্বে প্রায় ১০০ সদস্যের একটি টহল টীম দ্বীপ উপজেলা নলচিরা ঘাটে এসে পৌঁছে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় সংসদীয় আসন দ্বীপ উপজেলা হাতিয়া, সন্দ্বীপসহ কয়েকটি এলাকায় নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলে নামবে নৌবাহিনী। এসব এলাকায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে টহল কার্যক্রম পরিচালনা করবে তারা।

জানা যায়, আগামীকাল বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশনের পূর্ব নির্দেশনা মোতাবেক টহলে নামবে নৌবাহিনীর এ টীম। দায়িত্বপ্রাপ্ত এ এলাকাসমূহে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সংসদ নির্বাচন   আইনশৃঙ্খলা পরিস্থিতি   নৌবাহিনীর জাহাজ   হাতিয়া   নোয়াখালী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close